গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশদল মটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে দু’যুবক কে গ্রেফতার করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধাপেরহাট বন্দর থেকে বাড়ী ফেরার পথে ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর গ্রামের রতন মিয়াকে পীরের হাট মেলার দক্ষিনে নির্জন ফাঁকা মাঠে সংঘবদ্ধ ছিনাতাইকারী চক্র হাত পা বেধে তার ব্যবহৃত ডিসকভার মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে তাকে ভূট্রা ক্ষেতে বেধে রাখার চেষ্টা করে। ঐ পথে হাট ফেরৎ লোকজন যাওয়ার সময় রতনের হাত পা বাধা অবস্থায় দেখতে পেলে তাকে উদ্ধার করে। এসময় ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাই করা মটর সাইকেলটি ফেলে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে আটক হয় ছিনতাইকারী দলের সদস্য নিজপাড়া গ্রামের লালু মিয়ার পুত্র ফিরোজ মিয়া (৩৫) তাকে পুলিশে সোপর্দ করলে তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ রাতেই গ্রেফতার করেন ঐ গ্রামের কাদের আলীর পুত্র বিপুল মিয়া (২৫) কে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই রেজাউল করিম ও সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। তাদেরকে সাদুল্লাপুর থানায় একটি ডাকাতি মামলা ও পলাশবাড়ী থানার একটি মটর সাইকেল ছিনতাই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য যে, একই স্থানে একইদিন অভিনব কৌশলে রংপুর সদরের আমাসু সুকরু গ্রামের ফজলুল হকের পুত্র টাইল্স মিস্ত্রী লাল মিয়াকে ব্লাক মেইল করে ডেকে এনে প্রতারক চক্রের সদস্যরা তার সর্বস্থ লুটে নেয়ার চেষ্টা কালে জনতার উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্র পালিয়ে যায়।