গাইবান্ধা প্রতিনিধি: চাঁদাবাজি মামলায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) মো. রশিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার দিকে দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারের একটি চা দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
রশিদুল ইসলাম ৩নং দামোদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার)। তিনি দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আলী ব্যাপারীর ছেলে।
সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, পূর্ব বিরোধের জের ধরে রশিদুলসহ ৫-৭ জন কিশামত দশলিয়া গ্রামের শ্যামল চন্দ্র সরকারকে সম্প্রতি রাতের আধারে পথরোধ করে মারধর ও চাঁদা দাবি করেন। এঘটনায় শ্যামল চন্দ্র বাদি হয়ে রশিদুলসহ সাতজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে রশিদুলকে গ্রেফতার করা হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদা দাবির মামলায় রশিদুলকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।