গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে ফরিদা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের স্পেশাল কংগ্রেশনাল অ্যাওর্য়াড পাওয়ায় গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পেশাগত জীবনে গত দুই দশক ধরে জাতির ইতিহাসের মোড়গুলোতে যে অবদান রেখেছেন তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করে বিবৃতি প্রদান করেছেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ, আব্দুল খালেক মন্ডল, আলমগীর হোসেন, তারাজুল ইসলাম, নূর আলম আকন্দ, কালা মানিক দেব, বি,কম শিখারানী দত্ত, মোস্তাফিজার রহমান, সাইদুল ইসলাম প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক ফরিদা ইয়াসমিনকে শুভেচ্ছা, অভিনন্দন ও তার কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন।