
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ১৯৯০ সালের দায়ের করা এক মামলায় পেশাজীবী সাংবাদিক নেতা নূরুদ্দীন আহম্মেদকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাজার রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাংবাদিক বৃন্দ। একই সঙ্গে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
বিবৃতিতে গত রবিবার রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম রফিক , সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান যৌথ ভাবে বলেন আমরা সাংবাদিক সমাজ সকলে এখানে উপস্থিত হয়ে নূরুদ্দীন আহম্মেদের মতো জন প্রিয় সাংবাদিক , সদ্যলাপী মানুষ টিকে যেভাবে কারাদন্ড দেয়া হয়েছে এই রায়ে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করি সাংবাদিক ন্যায় বিচার পায়নি।
অন্যানের মধ্যে বিবৃতি প্রদান করেছেন সাংবাদিক শাহ আলম সরকার সাজু , মোয়াজ্জেম হোসেন আকন্দ , নূর আলম আকন্দ, তারাজুল ইসলাম , বাবু কালামানিক দেব , মোস্তাফিজুর রহমান , বি কম শিখা রানী দত্ত , আবু রায়হায় লিখন ও সাইদুল ইসলাম প্রমূখ।