গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সোমবার কালেক্টরেট সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, এনডিসি সালমা খাতুন, সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গোবিন্দলাল দাস, অমিতাভ দাশ হিমুন, দীপক কুমার পাল, আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, আফরোজা লুনা, রিকতু প্রসাদ, সরকার মো.শহিদুজ্জামান, শামিম উল হক শাহীন, আতিকুর রহমান আতিক, জাহিদুল ইসলাম জাহিদ, এসএম বিপ্লব, বিমল কুমার সরকার প্রমুখ।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, গাইবান্ধার জনগণের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে তিনি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সেইসাথে তিনি সমাজ গঠনমূলক ও দেশের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান।
এর আগে জেলা প্রশাসক এই জেলার সুশীল সমাজের ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাইফুল আলম সাকা, রণজিৎ বকসী সূর্য, রেজাউল করিম রেজা, মো. মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মিহির ঘোষ, আমিনুর জামান রিংকু, জিয়াউর রহমান হেনরী, খায়রুল ইসলাম, দীপক কুমার পাল, শাহ শরিফুল ইসলাম বাবলু, অধ্যাপক মাজহার-উল মান্নান, অধ্যাপক ফিরোজা বেগম, অধ্যাপক শফিকুর রহমান, এসএম খাদেমুল ইসলাম খুদি, আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।