গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে রোস্তম আলী সভাপতি ও মাহমুদ হাসান মন্ডল মাছুদ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। পহেলা মে সকাল ১২টা থেকে ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সভাপতি পদে রোস্তম আলী ও সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান মন্ডল মাসুদ নির্বাচিত হয়। নির্বাচন কালীন সময়ে উপস্তিত ছিলেন সহকারী আইনজীবী জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আতাউর রহমান, জাইদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাবু মিয়া, আমজাদ আলী, শ্রী বিধান, জয়নাল আবেদিন, আতিকুর রহমান, আলম সরকার, ফিরুজ সরকার, মীর কাশেম, সাবু মিয়া, গোলাম মোস্তফা বিটু, আমজাদ হোসেন, আঃ মান্নান সরকার, করিম সরকার, নুরুল মিয়া, আলমগীর সরকার,জাহাঙ্গীর মিয়া, আব্দুল মান্নান, মন্টু মিয়া, খায়রুল আলম। এ নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।