এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখা ওই কমিটির অনুমোদন দিয়েছেন। দীর্ঘদিন থেকে আহ্বায়ক কমিটি মাধ্যমে উপজেলা ছাত্রলীগের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। জেলা ছাত্রলীগ কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ আকন্দ, যুগ্ম আহ্বায়ক রাহাত মাহমুদ রনি ও শাহরিয়ার আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে ১ বছর মেয়াদি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটির অনুমোদন দেয়া হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বিল্পবকে সভাপতি, রতন মিয়া সহ-সভাপতি ও মাইদুল রায়হান রিপন সাধারণ সম্পাদক, বিল্পব মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ও আবু ফরহাদ রেজাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। একে দিকে নতুন এই কমিটিকে উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা অভিনন্দন জানিয়েছেন।