
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাটগড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম প্রামাণিক (৮০) রোববার সন্ধ্যায় বামনডাঙ্গার কাটগড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ২ মেয়ে রেখে গেছেন। সোমবার সকালে বামনডাঙ্গা কাটগড়া উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়।