এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ অপহরণের ১৪ দিন পর কলেজ শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া নামক স্থান হতে তাকে উদ্ধার করা হয়। সোমবার তার শারীরিক পারীক্ষার জন্য গাইবান্ধার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৮মে ছাপড়হাটী ইউনিয়নের আয়নাল হকের কন্যা এইচএসসি পরীক্ষার্থী আসরাত জাহান আঁখি প্রতিদিনের ন্যায় সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আব্দুল জোব্বার ডিগ্রী কলেজে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথেই একদল দুবৃৃৃৃর্ৃৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে তার বাবা পাশর্^বর্তী সাদুল্যাপুর উপজেলার হাটবামুনী গ্রামের নিরঞ্জন দাশের পুত্র নিপেন দাশ ও তার বন্ধু সুজন, শিপন, প্রদীপ এবং ভগ্নি চারুবালা, ভগ্নিপতি রমেশকে আসামী করে থানায় মামলা করে। মামলার ১৪ দিন পর রক্তাক্ত আহত অবস্থায় বালারছিড়া থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার তার শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধার সদর হাসপাতালে নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল হোসেন জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, আখির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।