এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামিউল ইসলামের মাদার তেরেসা সম্মাননা অর্জন।
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সফল ইউপি চেয়ারম্যান হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। শনিবার বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা খান ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার পামপি চাইনিজ রেস্টুরেন্টে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান উপদেষ্টা বিচারপতি আলহাজ¦ আমিরুল কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব-মশিউর রহমান খান, ভাষাসংগ্রামী, সিনিয়র সাংবাদিক চলচ্চিত্রকার মোহাম্মদ রফিকুজ্জামান, গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী খান, বিশিষ্ট অভিনেতা-টেলি সামাদ প্রমূখ। ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম এ সম্মাননা অর্জন করায় ইউনিয়নবাসী তাঁকে অভিনন্দ জানিয়েছেন।