
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৭৫ ড্রাম ভর্তি গলদা চিড়িংর রেণু জব্দ করেছে কোষ্টগার্ড। এ সময় একটি বাস ও দুই জনকে আটক করা হয়। প্রতিটি ড্রামে ২০ হাজার করে মোট ৫৫ লাখ চিড়িংর রেণু রয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা।
মাওয়া কোষ্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার আব্দুল জলিল জানান, সোমবার ভোর রাত পৌনে ৩টার দিকে লৌহজংয়ের চন্দ্রের বাড়ি নামক স্থানে কোষ্টগার্ডের একটি টহল দল সন্দেহ বসত কারণে ৩টি বাস থামায়। পরে বাসগুলোতে তল্লাশি করে সউদার্ন পরিবহনের একটি বাসে কোনো যাত্রী পাওয়া যায় নি। এ বাসটিতে ছাদে, ভেতরে ও বাসের ট্রাঙ্কে ড্রাম ভর্তি গলদা চিংড়ির রেণু ছিল।
অপর দুটি বাসে যাত্রী থাকলেও বাসের ছাদে ও ট্রাঙ্কে ড্রাম ভর্তি গলদা চিংড়ির রেণু পাওয়া যায়। কিন্তু দূর পাল্লার যাত্রীদের অনুরোধে বাস দুটি জব্দ করা হয়নি।
যাত্রীবিহীন ছয়দান পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১৬৬৩৮ বাসটি আটক করা হয়েছে। এ সময় এর চালক মো. রাসেল শেখ (৩২) ও সুপার ভাইজার মো. উজ্জল (২২)-কে আটক করা হয়।
পরে লৌহজং উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সৌরভ কুমার দাসের উপস্থিতিতে সোমবার দুপুরে চিংড়ির রেণুগুলো লৌহজংয়ের পদ্মায় ছেড়ে দেয়া হয়।সূত্র- আরটিএনএন