
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর কার্যক্রমকে আরো সম্প্রসারিত করবে প্রত্যাশা জানিয়ে বলেছেন , প্রতিষ্ঠানটি মানুষকে আরো বেশি সেবা দিয়ে মানবতাকে সমুন্নত রাখবে। তিনি বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর কার্যক্রমকে আরো সম্প্রসারিত করবে। মানুষকে আরো বেশি সেবা দিয়ে মানবতাকে সমুন্নত রাখবে। মানবসেবার পাশাপাশি আয়বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র্যপীড়িত মানুষদের আত্মনির্ভরশীল করে তুলবে।’
আগামীকাল বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস। প্রধানমন্ত্রী এ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ প্রত্যাশা ব্যাক্ত করেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এদিন বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপন করবে।
প্রধানমন্ত্রী বাণীতে সোসাইটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকবৃন্দ, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী দুর্যোগকবলিত অসহায়, দুঃস্থ এবং ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭১ সাল থেকেই বিপন্ন মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, জরুরি ত্রাণ, দুর্যোগে সাড়াদান প্রস্তুতি, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা অর্জন, জীবন-জীবিকার মান উন্নয়ন, সহশিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমসহ বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এ সোসাইটি বাংলাদেশে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি দিবসটিতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের আত্মার শান্তি এবং বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৭-এর সার্বিক সাফল্য কামনা করেন। সূত্রঃ বাসস