গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা রেডিও সারাবেলা কর্তৃপক্ষের আমন্ত্রণে একটি সাপ্তাহিক অনুষ্ঠান ‘আদা’ তে অংশ নেন সাংবাদিক সরকার এম শহিদুজ্জামান ও সাংবাদিক গৌতম আশীষ গুহ। প্রোগ্রামটি শুরু হয় ৭.০০ হতে ৭.৫০ পর্যন্ত অব্যাহত ভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষাদান, সাংবাদিকতা, আরটিআই আইন-২০০৯ সহ বিভিন্ন বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড ব্যাপকভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি মোডাসেরুজ্জামান মিলু কর্তৃক উপস্থাপিত ও মাহফুজ প্রযোজনায় ছিলেন।