
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গরিব-দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে এই বিতরণ পর্ব শুরু হয় রাজধানীর ধানমণ্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টার থেকে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বেগম জিয়া মঙ্গলবার ধানমণ্ডি, কলাবাগান, কমলাপুর রেলস্টেশন, খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, আজিমপুর, চকবাজার, নবাবপুর, বংশাল, সুত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামপুর, জুরাইন, কদমতলী, ধোলাইপাড়, বিজয়নগর ও হাতিরপুলসহ রাজধানীর ২৪টি এলাকায় গরিবদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় গুলশানের বাসভবন থেকে চন্দ্রিমা উদ্যানে গিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মোনাজাত শেষে খাদ্যসামগ্রী বিতরণে বের হন।সূত্র- আরটিএনএন