গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বাসদ কেন্দ্রীয় নেতা গোবিন্দগঞ্জ রিপোর্টাসর্ ফোরামের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক ও ফোরাম সম্পাদক তাজুল ইসলাম প্রধান বলেছেন- মহান আল্লাহ তা-আলার অশেষ রহমত , বরকত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র মাহে রমযান মাস আমাদের সন্নিকটে। সুন্দর ও স্বাচ্ছন্দে সিয়াম সাধনা যাতে মানুষ করতে পারে সে ব্যপারে দেশের সরকারসহ সকলকে সর্তক থাকা নৈতিক দায়িত্ব।
রিপোর্টাস ফোরামের সদস্য সাংবাদিক নূর আলম আকন্দ বলেন- আরবী ১২ মাসের মধ্যে রমযান মাসটি মুসলিম উম্মার জন্য অতিব গুরুত্ব পূর্ণ। যেহেতু এই মাসটি হাজার মাসের চেয়েও উত্তম। কারন এই মাসেই রয়েছে লাইলাতুল ক্বদর রত্রি। আর এই ক্বদর রাত্রিতে পবিত্র কোরআনুল কারীম মানব জাতীর জন্য নাযিল হয়েছে। এ জন্য এই মাসে মানুষ যাতে সকল প্রকার খাদ্য দ্রব্য নাগালের মধ্যেই সহজেই পাইতে পারে সেদিকে নজর রাখা সকলের দায়িত্ব।
তারা আরও বলেন প্রতিবছরেই একটি মহল রমযান মাস আসার পূর্বেই চাল , ডাল ও চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি করে মুসলমানদের চরম দুর্ভোগে ফেলে ও রোজাদারদেরকে কষ্ট দিয়ে থাকে। এবারও তারা রমযান মাস আসার পূর্বেই খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনগনকে অতিষ্টি করে তুলেছে। সরকারের উচিৎ স্বার্থন্বেষী এ মহলের এই হীন অপতৎপরতা বন্ধ করে রোজাদার মুসলমানদের এই প্রতারনার হাত থেকে রক্ষা করা। জনগনের স্বার্থেই রমযানের পূর্বেই খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রন ও কমানোর আহবান জানিয়েছে।
উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গহনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বিবৃতি প্রদান করেছেন , সাংবাদিক শাহ আলম সরকার সাজু , মোয়াজ্জেম হোসেন আকন্দ , তারাজুল ইসলাম , বাবু কালামানিক দেব , বি কম শিখা রানী দত্ত , মোস্তাফিজুর রহমান , রায়হান ফরহাদ লিখন ও সাইদুল ইসলাম প্রমূখ।