গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র রমজান মাসে খাদ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ অবহিতকরণ সংক্রান্ত এক কর্মশালা রোববার কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ রোকসানা বেগম, সদর উপজেলা আ’লীগ সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।
বক্তারা পবিত্র রমজান মাসে খাদ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ অবহিতকরণ সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন।