গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে হোটেল মালিকদের সাথে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দারিয়াপুর বন্দর ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি জামিল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, দারিয়াপুর বন্দর ব্যবসায়ী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হাই মিয়া, ঘাগোয়া ইউপি সদস্য বাদশা মিয়া, শফিকুল ইসলাম, সমাজসেবক সুজন মিয়া, দারিয়াপুর অঞ্চল শাখার ছাত্রলীগের আহবায়ক আইনুল হক প্রমুখ।
সভায় বক্তারা মানসম্মত খাদ্য-সামগ্রী সরবরাহ ও ইফতার সামগ্রীতে ক্যামিকেল না মেশানোর জন্য হোটেল মালিকদের আহবান জানান। এছাড়া পঁচা-বাসি খাবার সরবরাহ ও দিনের বেলা খাবারের দোকানগুলো পর্দা দিয়ে ঢেকে রাখারও আহবান জানানো হয়।