এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর হুড়াভায়াখাঁ মহল্লার হাফিজুর রহমানের ছেলে নাহিদ হাসান (৪) বাঁচতে চায়। সে দীর্ঘদিন থেকে কিডনী সমস্যায় ভূগছে। বর্তমানে তার দুইটি কিডনী ড্যামেজ হয়ে গেছে। বিশেষজ্ঞ ডাক্তার অপারেশন করার পরার্মশ দিয়েছেন। কিন্ত নাহিদের বাবা হাফিজুর রহমান একটি সেলুনে কর্মচারী হিসেবে কাজ করে। তার পক্ষে মোটা অংকের টাকা যোগার করে শিশু নাহিদের অপারেশন করার সামর্থ্য নেই। ইতিমধ্যে দেড় বছর ধরে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তার শেষ সম্বল টুকু বিক্রি করে দিতে হয়েছে। হাফিজুর এখন দিন আনে দিন খায়। বংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা: মোবাশ্বের আলমের তত্বাবধানে নাহিদের চিকিৎসা চলছে। ডাক্তার খুব দ্রুত অপারেশনের তাগিদ দিয়েছেন। এমতাবস্থায় অসহায় নাহিদের বাবা হাফিজুর রহমান সমাজের স্ব-হৃদয়বান, বিত্তশালী ব্যাক্তিবর্গসহ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের আর্র্থিক সহায়তা কামনা করেছেন। পাশাপাশি শিশু নাহিদের ভবিষ্যৎ স্বপ্নদেখার আশায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সুন্দরগঞ্জ শাখার হিসান নং- ৬৫৭৯ এ সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন পরিবারটি।