গাইবান্ধা প্রতিনিধিঃ স্বাস্থ্য ও সমাজসেবায় ২০১৬ সালে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাইবান্ধার ঐশী ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বিপ্লব মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেছেন। ২৩ মে ২০১৭ মঙ্গলবার ঢাকায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার এই স্বর্ণপদক তুলে দেয়া হয়।
হেমোক্রেসি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিচারপতি সিকদার মকবুল হক, ভাষাসৈনিক পরমাণু বিজ্ঞানী ড. জসিম উদ্দিন খান, নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্টা, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, ব্যারিস্টার আলতাফ উদ্দিন, লে. কর্ণেল নাজমা বেগম নাজু, কণ্ঠশিল্পী আব্দুল জোব্বার, ফরিদা পারভীন, এ্যাডভোকেট নাজনিন নাহার নিরুপমা প্রমুখ।
উল্লেখ্য, সাখাওয়াত হোসেন বিপ্লব দীর্ঘদিন থেকে গাইবান্ধা তথা উত্তরাঞ্চলে জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সমাজসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশের গাইবান্ধা জেলা শহরে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার যথেষ্ঠ অবদান রয়েছে।