খবরবাড়ি ডেস্কঃ বঙ্গবন্ধু প্রজন্মলীগ গাইবান্ধা জেলা শাখার সফল সাধারণ সম্পাদক ও গাইবান্ধা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোর্শেদ বিল্লাহ্ রাশেদ (ভিপি রাশেদ)-এর স্মরণে শোক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ঢাকার হোটেল রয়েল প্যালেস কনফারেন্স হলে বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে শোক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ভিপি রাশেদের সফল রাজনৈতিক চিন্তা চেতনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তরা তার অকাল মৃত্যুতে একজন সংগঠককে হারিয়ে বেদনা বিদুর হৃদয়ে শোক প্রকাশ করেন। পাশাপাশি ভিপি রাশেদের আত্মার শান্তি কামনা করেনসহ তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর রাখার জোর দাবী জানান নেতৃবৃন্দ।