
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা বিএফডিসিতে এসেছিলেন ভোট দিতে। এসেই সেলফি শিকারিদের কবলে পড়তে হয়। অনেকেই অনন্ত-বর্ষার সঙ্গে ছবি তুলেন। এ সময় চলচ্চিত্রশিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করতেও দেখা যায় এই তারকা দম্পতিকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সরগরম এখন এফডিসি প্রাঙ্গণ। আজ শুক্রবার (৫ মে) সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে তিনটি প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে একজন স্বতন্ত্রসহ তিনটি প্যানেল থেকে মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। মোট ভোটার ৬২৩ জন।