ভেনিজুয়েলায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী বিক্ষোভ চলাকালে এক তরুণ বিক্ষোভকারী বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই নিয়ে সাত সপ্তাহ ধরে চলমান সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত ৪৮ জন মারা গেল। রোববার দেশটির কর্মকর্তারা একথা বলেন।
ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় নগরী ভালেরায় বিক্ষোভ চলাকালে এই হত্যাকা- ঘটে। খবর এএফপি’র।
অ্যাটর্নী জেনারেলের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বন্দুকধারীরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। ওই সময় তেরান আগুইলার নামের ওই ব্যক্তি বুকে গুলিবিদ্ধ হন।
এই ঘটনায় ১৮ বছর বয়সী এক পুরুষ ও ৫০ বছর বয়সী এক নারীও আহত হন। তেরানের বয়স ২৩ বছর।
এদিকে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে অপর এক ব্যক্তির ওপর এ ধরণের নির্মম হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এ ব্যক্তিকে সরকারি সমর্থক হিসেবে উল্লেখ করেন।
লোকটির নাম অরল্যান্ডো ফিগুয়েরা (২১)। তাকে পিটিয়ে, ছুরিকাঘাত করে ও গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়।
মাদুরো বলেন, ‘ইসলামিক স্টেট এর সন্ত্রাসীরা এভাবে মানুষকে হত্যা করে।’সূত্র- বাসস