1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ভুমি দস্যুদের হামলা-মামলার শিকার ও অবসরপ্রাপ্ত এক সেনা কর্মচারীর বাড়ি বেদখলের চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ২৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ ভূমি দস্যুদের হামলা-মামলার শিকার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর পুরাতন বাদিয়াখালী গ্রামে অবঃপ্রাপ্ত মিজানুর রহমান নামে এক সেনা কর্মচারির বাড়ি বেদখলের চেষ্টার প্রতিবাদে বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি ওই গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসলেও একই এলাকার ভুমিদস্যু কুখ্যাত সন্ত্রাসী হুমায়ন ও বাবুল চক্রের হাতে জিম্মি হয়ে পরিবার-পরিজন নিয়ে ভূমিদস্যুদের অত্যাচারে অতিষ্ট হয়ে অসহায়ভাবে জীবন যাপন করে আসছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, রিফাইতপুর মৌজার জেএল নং-৭৮, এসএ খতিয়ান নং-৯৮৬ এবং বাড়িভিটা ৬৪১০ দাগভুক্ত মোট জমির পরিমাণ ৭৪ শতক জমির মধ্যে অংশিদার ৪ জন। তারমধ্যে ওয়ারিশ ও ক্রয় সূত্রে প্রাপ্ত বাড়িভিটাসহ মিজানুর রহমানের জমির পরিমান ২৪ শতক। যার ৮ শতক নিজ মাতার, ৪ শতক সিরাজুল হক ও ৪ শতক জমিলা খাতুনের কাছ হইতে ক্রয় সূত্রে প্রাপ্ত। অপর ৮ শতকের মাতার ওয়ারিশ সাহেব উদ্দিনের নিকট হতে খরিদকৃত। নালিশী স¤পত্তি গাইবান্ধা ফুলছড়ির পাকা সড়ক সংলগ্ন নিজ স্ত্রী ও তিন কন্যার নামে ৬টি দোকানঘর হাল নাগাদ ডিড মূলে এবং ২টি টিনের ঘরসহ ২৪ শতক জমিতে বাড়ি-ভিটায় তাদের স্বত্ব দখলীয় বটে যার খারিজ খতিয়ান নং-১৫৫৭, হোল্ডিং নং-২০১০ হাল নাগাদ ভুমি উন্নয়ন কর পরিশোধকৃত। কিন্তু ভুমি দস্যু হুমায়ন, রাজা মিয়া, আইয়ুব আলী ও বাবুল ওরফে সুদারু বাবুল উক্ত ৮ শতক খরিদা স¤পত্তি নিয়ে একাধিক মামলা দায়ের করে যা উচ্চতর আদালতে নি¯পত্তির অপেক্ষায় থাকলেও ভুমিদস্যুরা বেদখলের পায়তারা চালাচ্ছে। উক্ত জমি ভুমি দস্যুদের হামলা-মামলা ও নৈরাজ্য অব্যাহত থাকায় জমি ও ব্যবসা প্রতিষ্ঠান এখন বেদখলের চেস্টা চলছে। ফলে তিনি তার স্ত্রী ও তিন কন্যা পর্যায়ক্রমে শ্ল¬ীলতাহানি ও লাঞ্ছনার শিকার হচ্ছে। এছাড়া প্রতিমুহুর্ত সন্ত্রাসীদের প্রাননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখে চলেছে ওই ভূমি দস্যুরা।

এব্যাপারে থানায় অভিযোগ দায়েরসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করা সত্ত্বেও কোন প্রতিকার না পেয়ে ৩ কন্যাকে দিশেহারা হয়ে পড়েছেন ওই সেনা কর্মচারি মিজানুর রহমান। এরআগেও স্থানীয় প্রশাসনসহ অসংখ্যবার বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য তার স্ত্রী ও তিন কন্যার নিরাপত্তাসহ নালিশী স¤পত্তি রক্ষার দাবিতে তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও অনেকের দ্বারে দ্বারে ঘুরেও ওই সন্ত্রাসীদের হুমকির মুখে কেউই তার বিষয়টি সমাধান করতে পারেনি। কিন্তু তিনি কোন প্রতিকার না পেয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এবং সেই সাথে সন্ত্রাসীদের দৃস্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন অবঃ সেনা কর্মচারি মিজানুর রহমান, তার মেয়ে মাহমুদা ফেরদৌসি, পলি তৌহিদা ফেরদৌসি, মাহফুজ ফেরদৌসি প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft