কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা প্রতিনিয়ত চলছে। সীমান্ত পেরিয়ে জঙ্গিরাও ভারতে এসে আক্রমণ করছে। এবার নির্দিষ্ট তথ্য এল।
পাকিস্তানের মাটি থেকে এসে জঙ্গি গোষ্ঠীগুলি ভারত ও আফগানিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানালেন মার্কিন গোয়েন্দা দফতরের অন্যতম শীর্ষ কর্তা।
বিশ্ব জুড়ে কোথায় কী ধরনের নিরাপত্তাজনিত বিপদ রয়েছে, সেই নিয়ে শুনানির সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনটেলিজেন্স-এর ডিরেক্টর ড্যানিয়েল কোটস, সেনেটের সিলেক্ট কমিটিকে বলেন, ‘ইসলামাবাদ পাকিস্তানের উগ্রপন্থী ও জঙ্গিদের দমনে ব্যর্থ হয়েছে। যাতে এই অঞ্চলে মার্কিন স্বার্থ বিঘ্নিত হয়, তার জন্য এই গোষ্ঠীগুলিই ভারত ও পাকিস্তানে হামলা করার পরিকল্পনা চালিয়ে যাবে।’
পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রাগার বাড়িয়ে চলেছে বলে সাবধানবাণী শুনিয়েছেন কোটস। তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলি যতই সাহায্য করুক, ২০১৮ সালে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি তলানিতে এসে ঠেকবে। তালিবান জঙ্গিদের সঙ্গে শান্তি চুক্তি করলেই তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
পাকিস্তান সম্বন্ধে ড্যানিয়েল কোটসের বক্তব্য, ‘বিশ্বে ভারতের সম্মান যত বাড়বে, ততই পাকিস্তান একঘরে হয়ে পড়বে। এই আশঙ্কায় ঘুরে দাঁড়ানোর জন্য পাকিস্তান চিনের দিকে বেশি ঝুঁকে পড়বে।’
এর ফলে পাকিস্তানের হাত ধরে ভারত মহাসাগর অঞ্চলে বেজিং-এর প্রভাব আরও বাড়বে বলেই মার্কিন গোয়েন্দা বিভাগের বক্তব্য। যা ভারতের জন্য বড় চিন্তার কারণ। সূত্র- এবেলা