
শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীর পর তৃতীয় ক্লাব হিসেবে ফেডারেশন কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী লিমিটেড। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মৌসুমের প্রথম পেশাদার ফুটবল টুর্নামেন্টে ঢাকা আবাহনী লি: ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ।
শুরুতে প্রতিদ্বন্দ্বী ক্লাব দুটি পরস্পর পরস্পরকে বুঝে নিতে মিনিট ত্রিশেক সময় ব্যয় করলেও এরপর অনেকটাই একপেশে হয়ে ওঠে ম্যাচটি। বর্তমান চ্যাম্পিয়নদের একচেটিয়া নিয়ন্ত্রণের সামনে বেশ অসহায় ছিল গোলাপি জার্সিধারী গোপিবাগের দলটি। কেয়ার্টার ফাইনালে উঠতে হিমশিম খাওয়া নীল আকাশী জার্সিধারীরা একেবারেই ভিন্ন মেজাজে খেলেছে আজ।
তাদের গোছানো ক্রীড়া শৈলির সামনে অনেকটাই কোন ঠাসা হয়ে পড়ে ব্রাদার্স। কয়েকটি বিক্ষিপ্ত প্রতিআক্রমণ ছাড়া বাকি পুরোটা সময় আবাহনীর আক্রমণ প্রতিহত করেই কাটিয়েছে তারা। ম্যাচের ২০তম মিনিটেই দারুন একটি আক্রমণ রচনা করে আবাহনী। এ সময় জীবনের প্রচেষ্টাটি দুর্ভগ্যজনকভাবে ব্যর্থ হয়। ২৯তম মিনিটেই প্রতিআক্রমণ চালিয়েছে ব্রাদার্সও। সিয়ো জুনাপিও আবাহনীর পোস্টে বল পাঠালেও এর আগমুহূর্তে রেফারি তার বিরুদ্ধে ফাউলের নির্দেশ দেন। ফলে গোল বঞ্চিত হয় ব্রাদার্স।
একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেললেও গোল পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আবাহনীকে। ম্যাচের ৪৩তম মিনিটে মাঝ মাঠ থেকে ল্যান্ডিংয়ের ক্রসের বল সোহেল রানা পেয়ে গিয়ে জীবনকে ঠেলে দেন। বলটি নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে গোল করেন নাবিব নেওয়াজ জীবন (১-০)।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরো আগ্রাসী হয়ে ওঠে নীল আকাশী জার্সির খেলোয়াড়রা। ৫৫তম মিনিটে ইমনের কর্নারের বলে নাসির উদ্দিন হেড করলে উড়ন্ত বলে ফের হেড নেন সতীর্থ জীবন। তবে বলটি ক্রসবারের উপর দিয়ে বক্সের বাইরে চলে যায়।
৭৯তম মিনিটে লিটনের আত্মঘাতী গোলে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে যায় আবাহনী। ব্রাদার্সের ডি বক্সে ঢুকে যাওয়া রুবেল মিয়ার জোড়ালো শট প্রতিহত করতে গিয়ে গোল লাইন থেকে ব্রাদার্সের ডিফেন্ডার আক্তারুজ্জামান লিটন শট নিতে গেলে সেটি নিজেদের জালে জড়িয়ে যায়। অবশ্য আত্মঘাতী না দিয়ে গোলটির মালিকানা দেয়া হয়েছে রুবেলকে (২-০)। ম্যাচের শেষ দিকে অবশ্য গোল পরিশোধের জন্য মরিয়া ব্রাদার্সের ভাগ্য কিছুটা সহায় হয়। অতিরিক্ত সময়ে পাওয়া একটি ফ্রি কীক থেকে মাটি কামড়ানো শটে একটি মাত্র গোল পরিশোধ করেন ব্রদার্সের কঙ্গো থেকে আসা স্ট্রাইকার সিয়ো জুনাপিও (২-১)।
সেমি ফাইনালে প্রতিবেশী শেখ জামাল ধানমন্ডী ক্লাবের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।সূত্র- বাসস