গাইবান্ধা প্রতিনিধিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের লক্ষ্যে গতকাল বুধবার বেসরকারি শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের জেলা আহবায়ক মো. মুছা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. আতাউর রহমান, মহাসচিব মো. সাইদুর রহমান, সোহেল রানা সরকার, মো. মেহেরাজ মিয়া, জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ২০১২ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি কর্তৃক সুপারিশকৃত প্রেরিত ও অপেক্ষমান সারাদেশে প্রায় ৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২৪ হাজার কর্মরত শিক্ষকরা প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়নে কর্মরত রয়েছে। বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১০ লাখ। সরকারি বিধিমোতাবেক এ সকর বিদ্যালয়ে শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে। সরকারের দেয়া প্রাথমিক শিক্ষার কারিকুলাম অনুযায়ি বিদ্যালয়ের পাঠদান সম্পন্ন করছেন। বিদ্যালয়গুলোর বেশির ভাগই দুর্গম চরাঞ্চল হাওর এলাকাসহ পার্বত্য জেলার দুর্গম এলাকায় অবস্থিত। বক্তারা জরুরী ভিত্তিতে সারাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয় করণের দাবি জানান।