গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মামতাজ আলী আকন্দের বসত বাড়ী থেকে তার পরিবারকে উচ্ছেদ করার জন্য তার প্রতিবেশি আব্দুল মালেক সরকার মিন্টু সন্ত্রাসী দ্বারা ভয়ভীতি প্রর্দশন ও জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। অভিযোগে জানা যায়, গাইবান্ধা পলাশবাড়ী মহাসড়কের পার্শ্বে ৮ শতাংশ জমির উপর বসতবাড়ী নির্মাণ করে বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী তার পরিবার পরিজন নিয়ে স্বত্বাধিকারী হিসাবে খাজনাদি পরিশোধ পূর্বক বৈধভাবে বসবাস করে আসছে। তার প্রতিপক্ষ মিন্টু মিয়া প্রভাবশালী মহলে ষড়যন্ত্রের মাধ্যমে জোরপূর্বক বেদখল করে তাকে উচ্ছেদ করার জন্য তার বাড়ীতে হামলা করে এবং তার ঘর সংলগ্ন একটি স্কুলের বেড়ায় সুচালো বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে চালা ও বেড়া ভাংচুর করে। এব্যাপারে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।