এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় বিজিবি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে দেড় বছর আগে ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের রফিকুল ইসলামের কন্যা খালেদা আক্তার রুপার সাথে পার্শ্ববতী শান্তিরাম ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে বিজিবি সদস্য শামীম মিয়ার মোবাইল ফোনে পরিচয় ঘটে। এরপর তাদের মাঝে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায় শামীম মিয়া বিয়ার করার প্রলোভন দেখিয়ে রুপার সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এদিকে এ অবস্থা চলাকালিন সময়ের এক পর্যায় মঙ্গলবার শামীম রুপাকে বাদ দিয়ে অন্য এক মেয়েকে বিয়ে করার প্রস্তুতি নেয়। এ খবর রুপা জানতে পেয়ে সুকৌশলে শামীমকে মজুমদার বাজারে ডেকে নিয়ে বিয়ে করার চাপ দেয়। এতে শামীম রাজী না হলে বুধবার দিবাগত রাতে রুপা শামীমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। বর্তমানে শামীম পলাতক রয়েছে। একটি সূত্রে জানা গেছে শামীম পার্বত চট্টগ্রামের একটি ক্যাম্পে কর্মরত রয়েছে। থানার ওসি আতিয়ার রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত অব্যাহত রয়েছে। ধর্ষিতাকে শারীরিক পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।