নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
বৃহস্পতিবার ২৯টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জমা দেন তিনি।
শুনানি শেষে বিচারকরা ১৭ মামলায় জামিন মঞ্জুর করলেও ১২ মামলায় বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আসামিপক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান।
বুলুর পক্ষে শুনানি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, খোরশেদ মিয়া আলম ও জয়নুল আবেদীদ মেজবাহ।
জামিনের আবেদনে বলা হয়, বরকত উল্লাহ বুলু অসুস্থ। দেড় মাস তিনি হাসপাতালে ছিলেন। তাছাড়া সামনে রোজার মাস। সবকিছু বিবেচনায় যে কোনো শর্তে তার জামিন দেয়া হোক।
কিন্তু ১২ মামলায় জামিন নাকচ হওয়ায় আদালত থেকেই তাকে কারাগারে পাঠানো হয়।
জয়নাল আবেদীন মেজবাহ বলেন, তার বিরুদ্ধে মোট ৮০টি মামলা রয়েছে। তিনি আজ ২৯ মামলায় আত্মসমর্পণ করেন। তার মধ্যে ১৭ মামলায় আদালত জামিন দিলেও ১২ মামলায় জামিন নামঞ্জুর হয়। একারণে তাকে কারাগারে যেতে হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।সূত্র- আরটিএনএন