স্ক্রিনে যতই রোম্যান্সে মজুন না কেন প্রভাসের সঙ্গে, সেটে ‘বাহুবলী’-র সঙ্গে বেশ লড়াই-ঝগড়া চলত তাঁর।
‘বাহুবলী ২’ এখন বাজার কাঁপাচ্ছে। বাহুবলীর ভূমিকায় অভিনয় করা অভিনেতা প্রভাসের নামও এখন সকলের মুখে মুখে ফিরছে। এই প্রভাসের সঙ্গেই এক সময়ে অনস্ক্রিন রোম্যান্সে মেতেছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাউত। কিছু কাল আগে নিজেই এক তেলুগু টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা। ‘বাহুবলী ২’-এর জনপ্রিয়তার পরে আবার চর্চার কেন্দ্রে এসে গিয়েছে সেই সাক্ষাৎকার।
২০০৯ সালে মুক্তি পায় তেলুগু সিনেমা ‘এক নিরঞ্জন’। ছবিটিতে নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন প্রভাস আর কঙ্গনা। চোলুর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস, আর নায়িকা সমীরার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। পুরী জগন্নাথ পরিচালিত ছবিটি ভালই বাণিজ্যিক সাফল্য পেয়েছিল।
তেলুগু টিভি চ্যানেলটিকে দেওয়া সাক্ষাৎকারে সেই তেলুগু ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথাই জানিয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, স্ক্রিনে যতই রোম্যান্সে মজুন না কেন প্রভাসের সঙ্গে, সেটে ‘বাহুবলী’-র সঙ্গে বেশ লড়াই-ঝগড়া চলত তাঁর। ‘‘শ্যুটিং-এর সময়ে আমাদের মধ্যে যথেষ্ট ঝামেলা হতো। দু’জনের মধ্যে বেশ কিছু দিন কথাবার্তাও বন্ধ ছিল। শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরে প্রভাসের সঙ্গে যোগাযোগও রাখিনি কোনও। কয়েক বছর বাদে ‘বাহুবলী’ রিলিজ হওয়ার পরে ওই সিনেমায় ওর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাই। আমি ওর জন্য বর্তমানে অত্যন্ত গর্ব বোধ করি। আমার ধারণা, আমার কেরিয়ার যে দিকে এগোচ্ছে, তা দেখে প্রভাসও খুশি হবে;’ বলেছেন কঙ্গনা।কঙ্গনা শুধু নিজের অভিনয়ের জন্যই খ্যাতনামা নন, মাঝেমধ্যেই নানা বিষয়ে নিজের তির্যক মন্তব্যের জন্যও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। বর্তমানে প্রভাসের সঙ্গে তাঁর লড়াই-ঝগড়ার কাহিনিও চর্চার বিষয় হয়ে উঠেছে। অন্য দিকে ‘বাহুবলী ২’-এর বাণিজ্যিক সাফল্য ভারতীয় চলচ্চিত্রের যাবতীয় রেকর্ড ভেঙে দেওয়ার দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই হাজার কোটি টাকার বেশি বাণিজ্য করে ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা। সূত্র- এবেলা