গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এমন একটি সমাজ ব্যবস্থা চায় যে সমাজ ব্যবস্থায় থাকবেনা অন্যায় অবিচার, শোষন ও বৈষম্য থাকবে না অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা একটি শোষনহীন সমাজ ব্যবস্থা।
বুধবার সকাল ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসদ এর কর্মী সমাবেশে বাসদ গোবিন্দগঞ্জ শাখার সভাপতি , বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও বাসদ সাধারন সাধারন সম্পাদক বাবু কালামানিক দেবের সঞ্চালনায় বাসদ কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড শওকত হোসেন আহম্মেদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জনগনের দাবী দাওয়া ভিত্তিক লড়াই সংগ্রাম বেগবান করার আন্দোলন জোরদার করার আহবান জানিয়ে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন-ভোক্তা মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ, তাজুল ইসলাম প্রধান, নূর আলম আকন্দ, আবু রায়হান ফরহাদ লিখন, শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান, বাসদ নেত্রী শিখা রানী দত্ত প্রমূখ।