গাইবান্ধা প্রতিনিধিঃ বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিশেষ বিধান বাতিল অপসংস্কৃতি, মাদক-জুয়া-নারী-শিশু নির্যাতন বন্ধ, পণ্যে ওয়েবসাইট নিষিদ্ধকরাসহ মৌলবাদ জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা বন্ধের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।
শহরের ১নং রেলগেটে সংগঠনের জেলা সভাপতি রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সহ-সভাপতি শুভাষিনী দেবী, শামীম আরা মিনা প্রমুখ
সমাবেশে বক্তারা সমাজে বাল্য বিবাহের কুফল, মাদক-জুয়া পর্ণো পত্রিকা পর্ণো ওয়েবসাইট কিভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে এবং সমাজে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি করছে সেসব বিষয় তুলে ধরেন। বক্তারা বনানীর রেইনট্রি হোটেলে ছাত্রী ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গাইবান্ধায় স্টেডিয়ামে হাউজির নামে জুয়া চলছে তা বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সেইসাথে মাদক জুয়া মৌলবাদ জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা বন্ধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।