গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমি লাইব্রেরী শক্তিশালী করণ শীর্ষক কর্মসূচীর আওতায় জেলা শিশু একাডেমি এই প্রতিযোগিতার আয়োজন করে।
কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি দল এবং বিতর্কে ১৭টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দল অংশ নেয়। কুইজে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল। এছাড়া বিতর্কে প্রথম স্থান অধিকার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধানের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, অধ্যাপক বাবুল আকতার, তাওহিদুল ইসলাম তুষার প্রমুখ।