1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসিনার ফাঁসির রা‌য়ে তারাগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের পাঁচ বছরের কারাদণ্ড তারাগঞ্জে নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে “ভুয়া দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি” শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বদলী : নতুন পুলিশ সুপার সারওয়ার আলম ফুলছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দুইজন আটক পোশাকের রং বদলায়, কিন্তু বদলায় কি পুলিশের আচরণ? গাইবান্ধায় এনসিপির মনোনয়ন ফরম তুলেছেন যারা পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের আহবায়ক কমিটি অনুমোদন

বলিউডের ছবিতে কিভাবে দেখানো হয়েছে ‘তিন তালাক’ প্রথা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ২৮ বার পড়া হয়েছে

 

তিন তালাক প্রথা নিয়ে ভারতে গত কয়েক বছর ধরে ব্যাপক বিতর্কের পরে বিষয়টি এখন সেদেশের সুপ্রীম কোর্টের বিচারাধীন। মুসলমান সমাজের যে প্রথাটি নিয়ে এত আলোচনা, বিতর্ক, সেটা হিন্দি ছায়াছবির জগতে প্রায় অনুপস্থিত।

বলিউড ছবির গবেষকরা বলছেন মাত্র একটি সিনেমায় তিন তালাকের সামাজিক সমস্যাকে খতিয়ে দেখা হয়েছে। আর অন্য কয়েকটি হাতে গোনা ছবিতে তালাক বিষয়টি থাকলেও তার বিশেষ কোনও বিশ্লেষণ ছিল না।

আশির দশকের গোড়ায় তৈরী নিকাহ ছবির ‘দিল কি আর্মাঁ..’ গানটি ছিল সেই সময়ের হিট গানের একটা।

সালমা আগা, রাজ বব্বর আর দীপক পরাশর ছিলেন ছবিটির মূখ্য ভূমিকায়।

এটিই বলিউডের একমাত্র ছবি, যেটার মূল বিষয়ই ছিল তিন তালাক প্রথা।

মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির গবেষক অম্বরীশ রায়চৌধুরী বলছিলেন, “বি আর চোপড়ার ওই ছবিটি ছাড়া অন্য কোনও ছবিতে তিন তালাকের প্রসঙ্গটা আসেই নি। অনেক ছবিতেই তিনি সামাজিক ইস্যুগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন। এখানেও তিনি তালাকের বিষয়টাকেই চ্যালেঞ্জ করেছেন তিনি। ক্লাইম্যাক্সে একটা দৃশ্য আছে যেখানে নায়িকা সালমা আগা প্রশ্ন করছেন যে যখন খুশি তিনবার তালাক বলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে! আমি কি কারও ব্যক্তিগত সম্পত্তি নাকি!”

ক্লাইম্যাক্সের ওই অংশটায় সালমা আগা আর রাজ বব্বর এবং দীপক পরাশর একই দৃশ্যে ছিলেন।

মুসলিম সোশ্যাল নামে হিন্দি ছায়াছবির একটি ধারাই রয়েছে – যেখানে মুসলমান সমাজ নিয়েই ছবি তৈরী হত। এখন যদিও সেই ধারার কোনও ছবি প্রায় তৈরীই হয় না, কিন্তু তিরিশের দশক থেকে শুরু করে আশির দশক পর্যন্ত এই ধারার ছবি – যেমন পুকার, চৌদভি কা চাঁদ, বহু বেগম বা পাকিজার মতো অত্যন্ত সফল আর জনপ্রিয় ছবি এই ধারারই সিনেমা।

কিন্তু তার মধ্যে তালাক প্রথা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা কোনও ছবিই নেই। হিন্দী ছায়াছবির ইতিহাসবিদ রউফ আহমেদের কথায়, “মুসলিম সমাজ নিয়ে আজকাল তো আর ছবি হয় না.. আটের দশকের পরে বলতে গেলে হয়ই নি.. আগেও যা হয়েছে, মুঘল এ আজমের মতো ছবি, সেগুলোর প্রেক্ষিত ঐতিহাসিক ছিল। সমস্যাটা হচ্ছে বেশীরভাগ পরিচালকই মুসলমান সমাজটাকে বুঝতে পারে না.. নিকাহ বানিয়েছিলেন বি আর চোপড়া। তিনি গোটা সমস্যাটাকে বুঝে তারপরে একটা ঠিকমতো কাহিনী উপহার দিতে পেরেছিলেন.যেটা সত্যিই চিন্তার উদ্রেক ঘটিয়েছিল।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখার্জির মতে অবশ্য তিন তালাক সহ মুসলিম সমাজ নিয়ে ছবি তৈরী না হওয়ার কারণটা অন্য।

“বলিউড কখনই মুসলিম সমাজকে নিয়ে বিশেষ আলোচনা করে নি। এর কারণটা সম্ভবত আমাদের একটা ধারণা আছে যে সংখ্যালঘুদের যে নিজস্ব একটা ডোমেইন আছে, তার মধ্যে আমরা কখনও ঢুকতে চাই নি। রাজনৈতিকভাবে সঠিক থাকার জন্যই হয়তো এটা করা হয়,” বলছিলেন মি. মুখার্জি।

আবার বলিউড ছবির গবেষক অম্বরীশ রায়চৌধুরী বলছিলেন আরও কয়েকটি হিন্দী সিনেমায় তালাকের প্রসঙ্গ এসেছে ঠিকই, কিন্তু বিশ্লেষণধর্মী কোনও বক্তব্য সেগুলোতে যেমন ছিল না, তেমনই সেগুলো ঘটায় নি চিন্তার উদ্রেক।

তবে হিন্দী চলচ্চিত্রের ইতিহাসবিদ রউফ আহমেদ বলছিলেন এখন তিন তালাকের প্রসঙ্গে যেসব আলোচনা বা বিতর্ক চলছে, সেগুলোর পেছনে রাজনীতি রয়েছে। আর শুধু তালাক বা তিন তালাকটা তো সমস্যা নয় – তালাকের পরে মুসলিম নারীদের জীবন কীভাবে কাটে, ছবি সেগুলো নিয়েও হতে পারত।

নিকাহ ছবিটি যার লেখা তোফা নামের গল্পটা নিয়ে তৈরী, সেই অচলা নাগর বলছিলেন একজন নারীর দৃষ্টিকোণ গোটা বিষয়টা দেখেছিলেন তিনি, কোনও ধর্ম ছিল না সেখানে।

মিসেস নাগরের কথায়, “তোফা নামের গল্পটার মূল চরিত্র নিলোফার না হয়ে নীলিমাও হতে পারত – যে একজন নারী, কারও স্ত্রী। শুধু আই লাভ ইউ ধরণের শব্দ বলা হবে স্ত্রীর সামনে, প্রেম ভালবাসার কথা বলা হবে আর তারপরে সামান্য লড়াই-ঝগড়ার পরেই বলে দেওয়া হবে যাও বেরিয়ে যাও ঘর থেকে – এটা কেমন সমাজ! এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছিলা গল্পটা লেখার সময়ে।”

ঘটনাচক্রে এখনও পর্যন্ত তালাককে কেন্দ্র করে তৈরী একমাত্র ছবি নিকাহর বিরুদ্ধে গোটা কুড়ি মামলা হয়েছিল, অনেক মৌলবী ফতোয়াও জারি করেছিলেন সিনেমাটির বিরুদ্ধে। অনেক বিক্ষোভও হয়েছিল, আটকিয়ে দেওয়া হয়েছিল ছবির প্রদর্শন। তবুও, ভারতে তো বটেই পাকিস্তানেও খুব জনপ্রিয় হয়েছিল নিকাহ।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft