খবরবাড়ি ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শেই বাংলাদেশ উন্নয়নের পথে ধ্রুত এগিয়ে চলছে।
আজ শনিবার ভোলা সদর উপজেলা পরিষদ চত্তরে ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, খুনীরা জাতির পিতাকে হত্যা করে মনে করেছিল আওয়ামী লীগ ও তার আদর্শ ধ্বংস হয়ে যাবে। ব্যক্তি মুজিবকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো: সেলিমউদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুল, উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো: মুজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারই সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আগে ১০ মিলিয়ন কেজি চাল উৎপাদন করতাম। রপ্তানী করতাম প্রায় ৫/৬ মিলিয়ন। আর এবার উৎপাদন হয়েছে ৮৫ মিলিয়ন। এর কারণ হলো, গ্রামের রাস্তা পাঁকা ও বিদ্যুৎ রয়েছে। মানুষের জীবনমান বৃদ্ধি পেয়েছে। তারা এখন আগের চাইতে অনেক ভালো আছে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশে ৫ হাজারেরও বেশি ডিজিটাল সেন্টার স্থাপন করেছে। তরুণ সমাজ আজকে ঘরে বসে সহজেই আউট সোর্সিং’র মাধ্যমে অর্থ উপার্জন করতে পারছে। এটাই ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন।
তোফায়েল আহমেদ বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত কোন বিএনপি’র লোকজনকে অত্যাচারের শিকার হয়নি। অথচ তাদের আমলে আমাদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় গ্রেনেড হামলা করা হয়েছিল। কিন্তু আমরা কোন প্রতিশোধ নেইনি। সূত্রঃ বাসস