
অস্ট্রেলিয়ান ওপেনের পরে মিয়ামি ও ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স শিরোপা জেতা রজার ফেদেরার চলতি মাসে শুরু হওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন।
ওয়াশিংটনের সিটলে এক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের জন ইসনারকে ৬-৪, ৭-৬ (৯/৭) গেমে পরাজিত করার পরে ফেদেরার স্থানীয় টেনিস চ্যানেলে তার পরিকল্পনার কথা বলেন। ২০১৫ সালের পরে এই প্রথমবারের মত রোলা গ্যাঁরোতে খেলতে যাওয়া ১৮বারের স্ল্যাম বিজয়ী ফেদেরার বলেছেন, আমি ইতোমধ্যেই ফ্রেঞ্চ ওপেনে খেলার সিদ্ধান্ত নিয়েছি।
৩৩ বছর বয়সী সুইস তারকা বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে অবস্থান করছেন। ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনে তিনি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। হাঁটু ও পিঠের ইনজুরির কারনে তিনি গত বছর খেলতে পারেননি। ২০০৯ সালে তিনি প্যারিসের লাল ক্লে কোর্টে ক্যারিয়ারের একমাত্র শিরোপাটি জিতেছিলেন। আর এর মাধ্যমেই ক্যারিয়ারে সবকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করেন। ফ্রেঞ্চ ওপেনে মাত্র একটি শিরোপা পেলেও ক্যারিয়ারে তিনি সাতটি উইম্বলডন ও পাঁচটি করে ইউএস ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেছেন।
ফেদেরার বলেন, টেনিস কোর্টে ফিরতে পেরে আমি দারুন উচ্ছসিত। গত বছরটা দারুন কঠিন কেটেছে। অস্ত্রোপচারের পরেও হাঁটুর ইনজুরিটা কিছুতেই পুরোপুরি যাচ্ছিল না। এছাড়া পিঠের ব্যাথ্যা ছিল। উইম্বলডনে এসে পরিস্থিতি আরো খারাপ হয়। সে কারনেই ছয় মাস কোর্টের বাইরে কাটাতে হয়েছে। কিন্তু ঐ সময় পরিবারের সাথে দারুন কিছু সময় উপভোগ করেছি। একইসাথে পরের মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছি। আর অফ-সিজনে যা করেছি তা সত্যিকার অর্থেই কাজে লেগেছে। পেশাদার সার্কিটে আমি দ্বিতীয়বারের মত ফিরে এসেছি। সে কারনেই অস্ট্রেলিয়ায় ফিরে আসাটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটি সুযোগ ছিল।সূত্র- বাসস