গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ফ্রেন্ডশীপ গাইবান্ধার সুশাসন প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে উড়িয়া ইউপি’র বাজেট ঘোষণা করেন উড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব এস.এম আকতারুল ইসলাম। উড়িয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মহাতাব উদ্দিনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপ গাইবান্ধার সুশাসন প্রকল্পের পরিচালক এমদাদুল হক, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, সমাজসেবক আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা আবুল খায়ের, শফি আলম, ইউপি সদস্য হায়দার আলী প্রমুখ। অনুষ্ঠানে উড়িয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব এস.এম আকতারুল ইসলাম বলেন, কোনো প্রকার নতুন করারোপ ছাড়াই ২০১৭-২০১৮ অর্থবছরের এই বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরের জন্য এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ৯১ হাজার ১০০ টাকা। তার মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৩০০ টাকা। উন্মুক্ত বাজেটে ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার উপস্থিত সকল শ্রেণি ও পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।