গাইবান্ধা প্রতিনিধিঃ “উন্নয়নে পাসওয়ার্ড আমাদের হাতে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার ফুলছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় এর নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, তরুন সমাজ, যুব সমাজ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডিজিটাল সেন্টারেরর উদ্যোক্তাদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলার বুড়াইল স্কুল এন্ড কলেজে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়েরর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয় “উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই” এর উপর বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, এস.এম.আজহারুল ইসলাম,অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম প্রমূখ।
আজ থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ১৮ মে ২০১৭পর্যন্ত। তিনদিন ব্যাপী এ মেলায় ৬টি স্টল অংশগ্রহণ করেছে।