গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের ২০১৭–২০১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট ঘোষণা করেন উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। উদাখালী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউপি সচিব সহ বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদাখালী ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেন বলেন, কোনো প্রকার নতুন করারোপ ছাড়াই ২০১৭–২০১৮ অর্থবছরের এই বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরের জন্য এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৩৯৬ টাকা। তার মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৩৯৬ টাকা।