গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বলেন,শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর।তিনি আরও বলেন,শিক্ষার্থীদের সু-শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাঠ দানে আন্তরিক হতে হবে।
গোবিন্দন্দগঞ্জ উপজেলা হলরুমে রোববার বিকেলে সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা ও মত বিনিময় সভা সংগঠনের সভাপতি আব্দুল খালেক ছামছুল হুদা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা মুকিতুর রহমান রাফি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক আকমল হোসেন আকন্দ,সাংগঠনিক রশিদুল হাসান রুবেল,সহকারী শিক্ষক নজরুল,রুনা খাতুন,আখি, টপি,নূর আলম,শহিদুল প্রমুখ।
এসময় উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বৃন্দু এসময় উপস্থিত ছিলেন।