এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও বেলকা পোষ্ট মাস্টার বিকাশ কুমার সরকার (৭৬) দুরোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার সকালে পারিবারিক তিস্তা শ্মশান ঘাটে তাকে দাহ করা হয়। এসময় বেলকা এমসি উচ্চ বিদ্যালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। প্রিয় স্যারের পরলোক গমনে সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দসহ সকল সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।