
গাইবান্ধা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেসিং-এর মাধ্যমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের সালাইপুর গুচ্ছগ্রামের উদ্বোধন করেন। বুধবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০১২ সালের ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ভূমিহীন পরিবারে সরকার থেকে বাড়ী-ঘর পাওয়া যাবে।

এর আগে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে জেলা কালেক্টরেট বিল্ডিং এর কনফারেন্স রুমে গুচ্ছগ্রামের একটি ব্রিফিং অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম দেলোয়ার হোসেন। জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, উপজেলার সালাপুর মৌজায় একটি একর জমির উপর এই গ্রামের ৫৪.৩৮ লক্ষ টাকা খরচ করে যেখানে ৩০টি ভূমিহীন পরিবার পুনর্বাসিত হয়েছে।
সালাইপুর গুচ্ছগ্রামে জেলা ৫১টি এবং ২১৮৭টি ভূগর্ভস্থ পরিবার পুনর্বাসিত হয়। আটটি গুচ্ছগ্রামের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। ১৭টি গুচ্ছগ্রাম নির্মাণের একটি নতুন প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশ সুপার এম. মাসরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. আমির আলী, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম শফিকুল ইসলাম, জেলা পর্যায়ের কর্মকর্তরা, উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং সুবিধাভোগীরাসহসাংবাদিক উপস্থিত ছিলেন।