গাইবান্ধা প্রতিনিধিঃ সড়ক-মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরের ১৬ জেলায় ৪৮ ঘন্টার কর্ম বিরতি পালন করছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরী, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার সকাল ৬ টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। সকাল থেকে দুরপাল্লার ও অভ্যন্তরিণ রুট গুলোতে ট্রাক, ট্যাংক লরী, কাভার্ডভ্যান ও পিকআপ চলাচল না করার ফলে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিঠু বলেন, সম্প্রতি তাদের ট্রাকের হুক খুলে ফেলার জন্য চুড়ান্ত কর্তৃটক্ষ চুড়ান্ত নোটিশ দেয়। কিন্তু ট্রাকের বডি কাঠামো সম্পর্কে কোন ডিজাইন দেয়া হয়নি। অন্যদিকে সড়ক মহাসড়কে এসব পরিবহন থেকে পুলিশের বেপরোয়া চাঁদাবাজির ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর তাই সাত দফা দাবীতে গাইবান্ধাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মবিরতির ডাক দেয়।