গাইবান্ধা প্রতিনিধিঃ পুলিশের উপর হামলার ঘটনায় গাইবান্ধায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলার রায় দিয়েছে আদালত। সকল আসামীকে মামলা থেকে খালাস দিয়ে সোমবার রায় ঘোষণা করেন গাইবান্ধা দ্রুত বিচার আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ।
আসামী পক্ষের আইনজীবী জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা গাইবান্ধা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কাচারী বাজারে পৌছলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তৎকালীন জেলা বিএনপির সাধারণ স¤পাদক গাওছুল আজম ডলার ও জেলা জামায়াতের আমীর ডা. আব্দুর রহিমসহ ২৩ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। মামলায় ১৬ জন স্বাক্ষীর মধ্যে রাষ্ট্র পক্ষ আদালতে ৪ জন স্বাক্ষীকে উপস্থাপন করে। মামলা চলাকালীন জেলা বিএনপির সাধারণ স¤পাদক ডলার মারা গেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। পরে শুনানী শেষে আদালত বাকী ২২ আসামীকে খালাস প্রদান করেন।