গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলোহের জের ধরে গৃহবধুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকাল ১ টায় উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহিনুর বেগম (২২) রান্না ঘরে পাক করার সময় ধুয়া অন্য ঘরে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় রেজাউলের স্ত্রী মুন্নি বেগমের বাবা প্রতিবেশী ওয়াহেদ আলীর পুত্র আঃ মান্নান, চাচা ঠান্ডা মিয়া, ভাই পাপুল,হারুন ও তাদের স্ত্রীরা সংঘব্ধ হয়ে রান্না অবস্থায় শাহিনুর বেগমকে হত্যার উদ্দ্যেশে গলায় ওড়না পেঁচিয়ে টানা হেচড়া করে মারপিটসহ তাকে শ্লীলতাহানী ঘটায় ।
এ সময় তার চিৎকারে তার স্বামী শাহ আলম এগিয়ে আসলে তারা তাকেও বেদরক মারপিট করে বুকে ও পাজরে গুরুত্বর আঘাত করে। পরে আশ পার্শ্বের লোকজন আগাইয়া এসে আশংকাজনক অবস্থায় শাহিনুর বেগম ও শাহ আলমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।
এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তÍুতি চলছে বলে জানায় ।