খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী রংপুর-বগুড়া মহাসড়কে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভার ও ট্রাকের হেলকারসহ আহত চার জন।
রোববার ভোরে ৫টায় এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী পাথর বোঝাই (ঢাকা-মেট্রো ট-১৬-৪৭৪৭) ট্রাকটি সদরের দক্ষিণ বন্দরে সরকার ফিলিং স্টেশন এলাকায় সড়কের দাড়িয়ে থাকা অবস্থান করছিল। অপর একটি ট্রাক রংপুরগামী হলুদ বোঝাই (বগুড়া-ট-১১-১৫৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষের ফলে দুই ট্রাকের ড্রাইভার ট্রাকের সিটে আটকে পড়ে। স্থানীয়রা দুই ড্রাইভারকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত ড্রাইভারদের অবস্থার অবনতি হলে একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়। অপর ড্রাইভারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পাথর বোঝাই ট্রাকের ড্রাইভার হোসেন আলী (৪০) নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার ও অপর ট্রাকটির ড্রাইভার মিলন মিয়া (৩২) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ্’র বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত হেলপাদের পরিচয় পাওয়া যায়নি।