খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৩টি ইউনিয়ন ১৫ বছর নির্বাচন বঞ্চিত ভোটারদের ভোটাধিকার বাস্তবায়নের দাবীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নির্বাচন আন্দোলনের প্রধান সমন্বয়ক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, প্রেস ক্লাব সভাপতি ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সদস্য মন্জুর কাদির মুকুল, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, আ’লীগ নেতা সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস ও শেখ তোতা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শামছুজ্জোহা আহম্মেদ হিটু।
উল্লেখ্য, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন, পলাশবাড়ী (সদর) ও বরিশাল ইউনিয়নে বিগত ১৫ বৎসর যাবৎ নির্বাচন না হওয়ায় নির্বাচন ও ভোটাধিকারের দাবীতে ওই ইউনিয়ন সমূহের তৃণমূল পর্যায়ে অব্যাহত মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা ছাড়াও পোষ্টার, লিফলেট, ফেস্টুন বিতরণ করা হয়। বিগত ৩ মাস ধরে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবি সংগঠন সমূহের প্রতিনিধি, হাট-বাজার ব্যবসায়ী সমিতি ছাড়াও উপজেলার নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের স্বতঃস্ফুত জনতা নেন।