খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৯নং হরিনাথপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে পরিষদের ২০১৭-১৮ অর্থ বৎসরের ১ কোটি ৬০ লাখ ৭ হাজার ৮শ’ ৩৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আমিনুর রহমান। এ উপলক্ষে তালুকজামিরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন কবীর চৌধুরী সভাপতিত্বে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানে স্বচ্ছলতা জবাবদিহিতার জনঅংশগ্রহণে এক প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ইউপি সদস্যবৃন্দ, যাত্রা প্রকল্পের ফ্যাসিলিটর আকতার হোসেন, লক্ষ্মী রাণী ও হানিফ আলী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।