খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ইউপি ভবন চত্ত্বরে ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মো. শফিকুল ইসলাম। পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের ২ কোটি ১০ লাখ ১৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব সুলতান আহম্মেদ। আরো বক্তব্য রাখেন, মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম, আতিয়ার রহমান, আমিনুল ইসলাম-২ প্রমুখ। পরে অনুষ্ঠানে স্বচ্ছলতা জবাবদিহিতার জনঅংশগ্রহণে এক প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, যাত্রা প্রকল্পের ফ্যাসিলিটর আকতার হোসেন, লক্ষ্মী রাণী ও হানিফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।