খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ইউনিয়নের চরেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের ১ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব ওয়ালিউর রহমান। বাজেট সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি হারুন-অর-রশিদ, চরেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব আলী, একরামুল হক, ইউপি সদস্য আমজাদ হোসেন, জিয়াউর রহমান জিয়া, নুরুল ইসলাম, রাজা মিয়া, লিটন মিয়া, আব্দুস ছাত্তার, সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভীন ও আরেফা বেগম প্রমুখ।